বছরের শুরুতে বলিউড স্টার আমির খানের বাড়িতে বাজবে বিয়ের সানাই। বুধবার (৩ জানুয়ারি) আমির-কন্যা ইরার বিয়ের অনুষ্ঠানে বাজবে এ সানাই। এই বলিউড সুপারস্টার এখন ব্যস্ত মেয়ের বিয়ের প্রস্তুতিতে।
মুম্বাইয়ের বান্দ্রার অভিজাত পাঁচতারা হোটেল তাজ ল্যান্ডস এন্ডে হবে বিয়ের অনুষ্ঠান। আগামী বছর বলিউডের সবচেয়ে চর্চিত বিয়েগুলোর মধ্যে একটি হতে চলেছে এই বিয়ে।
শোনা গেছে, মারাঠি রীতিনীতি মেনে ইরা বিয়ে করবেন। এদিন এই তারকা-কন্যাকে পুরোপুরি মারাঠি কনের সাজে দেখা যাবে।
ইন্ডাস্ট্রির বড় তারকাদের বাসায় নিজে গিয়ে মেয়ের বিয়ের আমন্ত্রণ জানিয়ে এসেছেন আমির খান। কিছুদিন আগেই এই অভিনেতাকে মুম্বাইয়ের মাতুঙ্গায় এক গয়নার দোকানে গিয়ে গয়না অর্ডার করতে দেখা গেছে।