মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না
ছাত্রলীগের সম্মেলনে এসে ক্ষুব্ধ ওবায়দুল কাদের
বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ছাত্রলীগের ঢাকা মহানগর সম্মেলনে এসে নেতাকর্মীদের একচোট ঝাড়লেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এমন ছাত্রলীগ আমরা চাই না। মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না।’
শুক্রবার (২ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
নানা বিতর্ক থাকলেও সবকিছু ভুলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সম্মেলনে উপস্থিত হন। কিন্তু এসে দেখেন বিশৃঙ্খল পরিস্থিতি। কেউ কথা শুনছে না। পছন্দের পদপ্রার্থীর নামে স্লোগান দিচ্ছে। নেতাদের পোস্টারে ঢাকা পড়ছে সব। এমনকি তাদের কারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতা বক্তব্য দিতে পারেননি। এতে প্রচণ্ড ক্ষুব্ধ হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ছাত্রলীগ কর্মীদের ওপর ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘সব পোস্টার নামাও, স্লোগান বন্ধ। যার নামে স্লোগান দিবেন তাকে বানাবো না। স্লোগান যার নামে হবে, সে বাদ। সে বাদ বলে দিচ্ছি।’
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো শৃঙ্খলা নেই! পোস্টার নামাতে বলছি, নামায় না! এটা কী ছাত্রলীগ! আজ সম্মেলনে দেখি সবই নেতা, তাহলে কর্মী কোথায়! যে ছাত্রলীগ নিয়ম-শৃঙ্খলা মানে না, এই ছাত্রলীগ আমার চাই না।’
তিনি বলেন, ‘মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে, শেখ হাসিনার খাঁটি কর্মী হতে হবে। যারা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, তারা কখনও নিয়ম-নীতি ভঙ্গ করে না।’
ওবায়দুল কাদের বলেন, পরশু রাতে মতিঝিলে বিআরটিসির একটি দোতলা বাস পুড়িয়ে দিয়েছে। শুরু হয়ে গেছে। তারা আগাম জানান দিচ্ছে ১০ ডিসেম্বরকে সামনে রেখে আগুন সন্ত্রাসের। তারা (বিএনপি) সন্ত্রাস করবে, আর আমাদের কর্মীরা ললিপপ খাবে! ১০ ডিসেম্বর ঘিরে বিএনপি যেন কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেজন্য প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারা দেবে।
বিএনপি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘কোথায় টাকা! টাকা আসে, দুবাই থেকে। বস্তায় বস্তায় টাকা আসে। টাকা ওড়ে। ক্ষমতায় না থাকলেও টাকার অভাব নাই।’
ওবায়দুল কাদের আবারও বলেন, ‘খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে। আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে কি না সময় বলে দেবে।’