মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের ঐতিহাসিক ৬ দফা দিবস পালন
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত অলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জুন ) চট্টগ্রাম মহানগরীর দোস্ত বিল্ডিং কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।
তিনি বলেন, ১৯৬৬ সালের ৭ জুন ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা, নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া ,শফিক,শামসুল হক, মুজিবুল হকসহ মোট ১১ জন বাঙালি নিহত হন।
বেদারুল আলম বলেন,বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা দাবি কেবল বাঙালি জাতির মুক্তি সনদ নয়, সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণার উৎস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল মালেক খান, এডভোকেট সাইফুন নাহার খুশী,ডা. ফজলুল হক সিদ্দিকী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, কামাল উদ্দিন,দীপন দাশ, নবী হোসেন সালাউদ্দিন,শিলা চৌধুরী, এস এম রাফি,নুসরাত জাহান, রিমন বিন আরমান প্রমূখ।