মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মোৎসব পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মোৎসব পালন করেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রাম।  এ উপলক্ষ্যে ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং আলোচনা সভা ও বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও এডভোকেট সাইফুন নাহার খুশির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চ‍ৌধুরী।  প্রধান বক্তা ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

এতে বক্তব্য রাখেন আবদুল মালেক খান, ডা.ফজলুল হক সিদ্দিকী, রঞ্জন দাশগুপ্ত,নাজিম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, কামাল উদ্দিন,নবী হোসেন সালাউদ্দিন, রাজীব চন্দ,সোহেল ইকবাল, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না,এস এম রাফি, কোহিনুর আকতার, শাহরিয়ার মুনতাসীর মাহি, আবদুর রহিম,দিলুয়ারা বেগম, আকবর আলী,প্রদীপ দাশ প্রমূখ।