মিরসরাইয়ে ২৭ মোবাইলসহ চোর গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মার্কেটের দোকানে গভীর রাতে তালা কেটে চুরির ঘটনায় চোর এমরান হোসেনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে চোরাইকৃত ২৭টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সিসিটিভির ফুটেজ দেখে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এমরান হোসেন ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের নোয়াদ্দা এলাকার শাহ আলমের ছেলে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ২৫ আগস্ট দিবাগত রাতে স্কুল মার্কেটের ৫টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভাই ভাই টেলিকম থেকে ৩৫টি মোবাইল ও দুবাই ইলেকট্রিক থেকে ২০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া অন্যান্য দোকানের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে সব তছনছ করে ফেলে। ভাই ভাই টেলিকমের মালিক বলাই চন্দ্র নাথ বাদি হয়ে থানায় একটি মামলা করেন। মামলার পর সিসিটিভির ফুটেজ দেখে অভিযান পরিচালনা করে এমরান নামে এক যুবককে আটক করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার এমরানের দেওয়া তথ্য অনুযায়ী স্কুল মার্কেট সংলগ্ন মাজারের পাশে রাখা ২৭টি মোবাইল, চুরি করার সরঞ্জাম ও নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়েছে। চুরির সঙ্গে আর কারা জড়িত রয়েছে এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।