চট্টগ্রামের মিরসরাই অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ জন যুবক নিহতের ঘটনা ঘটেছে।
শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের চট্টগ্রাম মুখী লেইনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হন। সড়কে লাশ দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশের টিম আসে।
কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলমগীর জানান, বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে যাচ্ছে বলে জানান তিনি