চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ বাজারে আগুনে পুড়ে গেছে ২৫টি দোকান। বুধবার (৩ মে) মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আসবাব তৈরির কারখানা, কাঠের গুদাম, ডিমের আড়ত, ওয়ার্কশপ, টেইলার্সসহ ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. জামশেদ আলম বলেন, আগুনে তার দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে কিছুই বের করতে পারিনি। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, সারা দিন বেচাবিক্রি শেষ করে বাড়িতে বিশ্রাম নিচ্ছিলাম, তখনই আগুন লাগার খবর আসে। পরে ঘটনাস্থলে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। চোখের সামনেই ২৫টি দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশন কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি দোকানে ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে ২৫টি দোকান মিলে প্রায় ৩ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।