মিরসরাইয়ে নৌকার দখলে অধিকাংশ ভোট কেন্দ্র, নিয়ন্ত্রণ নিতে পারছে না প্রশাসন
* স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে অপহরণ * নৌকার লাইনে দাঁড়ালে ২ হাজার টাকা পুরস্কার
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট সংগ্রহ। ভোটের সরঞ্জাম সরবরাহ করার পর থেকে মিরসরাইয়ের ১০৬টি ভোট কেন্দ্রে রাতভর ককটেল বিস্ফোরণ ও রকেট লাঞ্চার ছোড়ার মধ্যদিয়ে আতঙ্ক ছড়ানো হয়েছে। আতঙ্কিত হয়ে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্র থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করছে। ঘর থেকে বের হচ্ছে না সাধারণ ভোটাররা। ফলে ভোটার শূন্য হয়ে পড়েছে প্রতিটি ভোট কেন্দ্র।
অভিযোগ উঠেছে, ভোটকেন্দ্রে ভোটারদের সমাগম দেখাতে ভোটের লাইনে দাঁড়ালেই ২ হাজার টাকা ঘোষণা দিয়েছে নৌকার লোকজন। নিজেদের চিহ্নত নেতাকর্মী ছাড়া ভোটকেন্দ্রর আশপাশে কাউকে ভিড়তে দিচ্ছে না নৌকার নেতাকর্মীরা।
আরও অভিযোগ উঠেছে, স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের ঈগল প্রতিকের এজেন্ট অনুসারী কিংবা ভোটার দেখা মাত্রই মারধর-হামলা ঘটনা ঘটছে। বেশ কয়েকটি ভোট কেন্দ্র থেকে ঈগলের এজেন্টদের বের করে দেয়াসহ অপহরণের ঘটনাও ঘটেছে।
জানা যায়, আজ সকাল ৮টায় ভোট শুরু হওয়ার আগেই মিরসরাইয়ের ৫৭ ও ৫৮ নম্বর কেন্দ্রে মিঠাছড়া উচ্চ বিদ্যালয় থেকে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের এজেন্ট অবসরপ্রাপ্ত সেনা সদস্য নাহিদ হোসেনকে কেন্দ্রে যাবার পথে তুলে নিয়ে আটকে রাখে নৌকা মার্কার প্রার্থী রুহেলের কর্মী ফারুক। বিষয়টিকে কেন্দ্র করে মিরসরাই উপজেলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা ফেন্সীকে গ্রেফতার করার খবর চাউর হয় চারদিকে। গিয়াসউদ্দিন এজেন্ট অপহরণের খবর পেয়ে নিজেই সকাল সাড়ে ৯টায় ইউএনও মাহফুজা জেরিন ও স্থানীয় থানার ওসি সহিদুল ইসলামের সহায়তায় তাদের উদ্ধার করেন। বিষয়টি চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামনকে অবহিত করা হয়েছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
৬৮ নং কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌরসভার ৯নং ওয়ার্ডে ভোট কেন্দ্রে ঈগলের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
এছাড়া মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্র, কবির মেমোরিয়াল কেন্দ্র, খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র, কুরুয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ডাকঘর কেন্দ্র সহ মিরসরাইয়ের প্রায় প্রতিটি ভোট কেন্দ্র থেকে নৌকার নেতাকর্মীদের দখলে। ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দিচ্ছে প্রতিটি কেন্দ্রে। প্রশাসন নিয়ন্ত্রণে নিতে পারছে না।