মিরসরাইয়ে জামায়াত সম্পৃক্ততায় দুই ধর্মীয় শিক্ষকসহ ৩ জন গ্রেফতার
চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকায় দুই ধর্মীয় শিক্ষকসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার ( ৮ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেরখালী, মঘাদিয়া ও বড়কমলদহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মিরসরাইয়ের ১৬ নং সাহেরখালী হাবিবিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন (৬৫), ১৫ নং ওয়াহেদপুর জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো. সিরাজুল ইসলাম (৪৫) ও অহিদুর নূর চৌধুরী (৫০)।
সাহেরখালীর স্থানীয় লোকজন জানায়, জোহরের নামাজের ইমামতি করে মসজিদ থেকে বের হতেই মাদ্রাসা সুপার মামুনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, গ্রেফতারকৃতরা জামায়াতের নেতৃত্বের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
তবে জামায়াত সন্দেহে দুই ধর্মীয় শিক্ষক গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের সমালোচনায় সরব হয়েছেন স্থানীয় নেটিজেনরা।