মিরপুরে বিআরটিসির দোতলা বাসে আগুন

নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা হরতালের মধ্যে রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয়া হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে মিরপুর-১০ এর গোলচত্বরে বাসে আগুন দেয়া হয়। আগুন লাগার খবর পেয়ে েফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানিয়েছেন, রোববার (১৯ নভেম্বর) থেকে সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৬টি স্থানে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এসব ঘটনায় ১৮টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগ একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) সাতটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) চারটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, অগ্নিসংযোগের এসব ঘটনায় ৯টি বাস, একটি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি ট্রেন (৩ বগি) পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯টি ইউনিট ও ১৪৪ সদস্য। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এরপর হরতাল ও পাঁচদফা অবরোধের পর আবারও টানা ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি, চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।