রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে মাহুতের এক ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম জাহিদ (১৭)। সে চিড়িয়াখানার মাহুত আজাদ আলী ছেলে। তাদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানান, বাহিরের কাউকে পশুর কাছে নিয়ে যাওয়া নিষেধ ধাকলেও মাহুত তার ছেলেকে ভেতরে ঢুকিয়ে হাতির কাছে নিয়ে গিয়েছিল। তারপরই এই ঘটনা। মাহুত আজাদ আলী ১৫ বছর ধরে চিড়িয়াখানায় হাতির দেখাভাল করে আসছেন। সদরঘাটে লঞ্চের ধাক্কায় বেশ কয়েকজন গুরুতর আহতসদরঘাটে লঞ্চের ধাক্কায় বেশ কয়েকজন গুরুতর আহত তিনি জানান, চিড়িয়াখানা কর্তৃপক্ষকে না জানিয়ে আহত ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য রওনা দেন আজাদ। পথে ছেলে মারা গেলে মরদেহ নিয়ে তিনি গ্রামের বাড়ি রওনা দিয়েছেন।