সাবধানতা অবলম্বনে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকে মোদি আগাম সব প্রস্তুতি নিতে বলেছেন।
তিনি বলেন, হাসপাতালগুলোকে সচেতন করতে হবে। অক্সিজেনের ব্যবস্থা করে রাখতে হবে। অক্সিজেন কনসেনট্রেটরগুলো তৈরি রাখতে হবে, ভেন্টিলেটরের ব্যবস্থা করতে হবে।
সরকারের দাবি, এখনই উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। চীনে করোনার যে প্রজাতির ভাইরাস দ্রুত ছড়াচ্ছে, তা ভারতেও চার রোগীর শরীরে পাওয়া গিয়েছিল। নভেম্বর মাসে তারা আক্রান্ত হন। তারা বাড়িতেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছেন।
কিন্তু মোদির মতে, সাবধানতা নিতে হবে। ঢিলেমি দেয়া ঠিক হবে না। কোভিডের দ্বিতীয় পর্যায়ের কথা মাথায় রেখে এখন থেকেই সব ব্যবস্থা নিতে হবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওমিক্রনের নতুন প্রজাতি ‘বিএফ ডট ৭’ প্রজাতির ভাইরাস খুব দ্রুত ছড়ায়। তাই মানুষ কম সময়ের মধ্যেই আক্রান্ত হয়ে পড়ছে। তবে বাড়িতে থেকেই অধিকাংশ মানুষ সুস্থ হয়ে যাবে।
কিন্তু যেহেতু অত্যন্ত দ্রুত এই ভাইরাস ছড়ায়, তাই কিছু মানুষের মৃত্যুর সম্ভাবনা থাকছেই। সবচেয়ে আগে দরকার, কোভিড পরীক্ষা করা, করোনা হলে নিভৃতবাস করা এবং চিকিৎসকদের পরামর্শ মতো চলা।
মোদি মনে করছেন, সামনেই উৎসবের সময় আসছে। তখন জনবহুল জায়গায় গেলে মাস্ক পরা উচিত। বিশেষ করে বয়স্ক ও যাদের অন্য রোগ রয়েছে, তাদের বেশি সতর্কতা নেয়ার প্রয়োজন রয়েছে।