মাশরাফিদের ম্যাচ দিয়েই বিপিএল সিলেট পর্ব শুরু

গত ২৪ জানুয়ারি ঢাকায় বিপিএলের তৃতীয় পর্ব শেষ হয়েছে। শুক্রবার ( ২৭ জানুয়ারি) শুরু হবে সিলেটে চতুর্থ পর্ব। প্রথম দিনেই মাঠে নামবে স্বাগতিক সিলেট। প্রথম খেলায় তারা রংপুরের বিরুদ্ধে খেলবে। পরের খেলায় বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরদিন ২৮ জানুয়ারি কুমিল্লা ও খুলনা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট প্রতিদ্বন্দ্বিতা করবে।

সিলেটে বিপিএলের মোট ৮টি খেলা হবে। দুদিনে দুটি করে চারদিনে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। মাঝে একদিন থাকবে বিরতি। ২৭ জানুয়ারি থেকে শুরু করে ৩১ জানুয়ারি- এই মোট ৫দিনে সিলেট পর্ব শেষ করে বিপিএল আবার ফিরে আসবে ঢাকায়।

সিলেট পর্বে যাওয়ার আগে বিপিএলের পয়েন্ট টেবিলে সিলেট স্ট্রাইকার্সই সবার ওপরে রয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকায় ফরচুন বরিশালের বিপক্ষে মাত্র ২ রানের শ্বাসরুদ্ধকর জয়ের মধ্য দিয়ে শীর্ষস্থানে নিজেদের অবস্থান নিরঙ্কুশ করে নেয় সিলেট। ৭ ম্যাচ শেষে সিলেটের পয়েন্ট ১২। ফরচুন বরিশাল সিলেটের সমান সংখ্যক ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয়স্থানে। ৬ পয়েন্ট নিয়ে রংপুর রয়েছে চতুর্থ স্থানে। যদিও তারা খেলেছে মাত্র ৬ ম্যাচ। ৪ পয়েন্ট করে নিয়ে পঞ্চম, ৬ষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।