সুস্পষ্টভাবে কোনো দল জয়ী না হওয়ায় মালয়েশিয়া পাচ্ছে ঝুলন্ত সংসদ। দেশটির রাজা সুলতান আবদুল্লাহ নতুন কেন্দ্রীয় সরকারের জন্য রাজনৈতিক দলগুলোকে জোট গঠনের আদেশ দিয়েছেন।
নির্বাচনে বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের জোট এগিয়ে রয়েছে। তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।
আনোয়ারের পাকাতান হারান ২২২ সদস্যের সংসদে ৮২টি আসন নিশ্চিত করেছে। আর মহিউদ্দিন ইয়াসিনের মালয়ভিত্তিক পেরিকাতান ন্যাশনাল বা ন্যাশনাল অ্যালায়েন্স পেয়েছে ৭৩টি আসন। সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। তারা মাত্র ৩০টি আসন পেয়েছে।
দুর্নীতিতে জর্জরিত বারিসান ন্যাশনাল কোয়ালিশন বিপর্যয়ে পড়লেও নির্বাচন পরবর্তী জোট গঠন করে ক্ষমতায় থাকতে পারে।
তবে আনোয়ার ও মহিউদ্দিন উভয়েরই দাবি, তাদের জোটের সরকার গঠনের মতো পর্যাপ্ত সমর্থন রয়েছে। তবে তারা কাদের সাথে জোট গঠন করবেন, তা প্রকাশ করেননি। বিশ্লেষকরা বলছেন, আনোয়ারকে ঠেকাতে মহিউদ্দিনের পেরিকাতান ন্যাশনাল ইসমাইলের জোটকে সমর্থন দিতে পারে।
এবারের নির্বাচনে অপ্রত্যাশিত খবর হলো, আধুনিক মালয়েশিয়ার রূপকার খ্যাত সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নির্বাচনে হেরেছেন। শুধু তাই নয়, পেজুয়াং পার্টির প্রধান মাহাথির কম সংখ্যক ভোট পাওয়ায় হারিয়েছেন জামানতও।
এই প্রবীণ রাজনীতিক এ নিয়ে দ্বিতীয়বার নির্বাচনে হারলেন। এর আগে ১৯৬৯ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ইউসুফ রাজার কাছে হেরেছিলেন তিনি।
এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন মাহাথির।