সম্মিলন, হাসি, পথচলা—সব মিলিয়ে ছিল একদিনের পরিপূর্ণ আনন্দযাত্রা। মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের স্মরণীয় আনন্দভ্রমণ
সাংবাদিকদের একদিনের সম্মিলনে ভ্রমণ, হাসি ও সম্প্রীতির মিলনমেলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে সম্প্রতি এক মনোজ্ঞ আনন্দভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। একদিনের এই বিশেষ আয়োজনে সংগঠনের সদস্যরা অংশ নিয়ে ভ্রমণ, আড্ডা ও সম্মিলনের মধ্য দিয়ে কর্মব্যস্ততার মধ্যে আনন্দঘন সময় কাটান।দিনব্যাপী এই আনন্দযাত্রায় ছিল প্রাণবন্ত পথচলা, হাসি-আনন্দ এবং সহকর্মীদের সাথে সময় কাটানোর সুযোগ। সাংবাদিকতা পেশার ব্যস্ততম জীবনযাপনের মাঝে এই ভ্রমণ ছিল প্রশান্তি ও পুনরুজ্জীবনের একটি বিরল মুহূর্ত। সংগঠনের নেতৃবৃন্দ জানান, পেশাগত চাপ থেকে সাময়িক মুক্তি এবং সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নয়নই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীরা দিনটিকে “পরিপূর্ণ আনন্দযাত্রা” হিসেবে বর্ণনা করেন, যা তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে নতুন উদ্যম যোগাবে। মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নিয়মিত এই ধরনের কর্মসূচি সাংবাদিক সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সম্মিলন চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উপস্থিতরা মন্তব্য করেন।