মার্টিনেজের চোখে মেসিই সেরা

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি কিংবা পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো একুশ শতকের ফুটবলে দু’জনেই বড় নাম।  ক্যারিয়ারে কার চেয়ে কে এগিয়ে, এ নিয়ে ফুটবল বিশ্লেষক ও ভক্তদের কাছে নানা যুক্তি রয়েছে।  কিন্তু ঠিক একই প্রশ্নের জবাবে কাকে এগিয়ে রাখলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ?

সোমবার (৩ জুলাই) ১১ ঘন্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন মার্টিনেজ।  এরপর পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় উড়াল দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ জুলাই) কলকাতায় মার্টিনেজকে নিয়ে ‘তাহাদের কথা’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত।  সেখানে নিজের ক্যারিয়ারের নানা উত্থান-পতনের গল্প শুনিয়েছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।

অনুষ্ঠানের এক পর্যায়ে মার্টিনেজের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, রোনালদো না মেসি, কে সেরা? আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা মেসিকেই সর্বশ্রেষ্ঠ আখ্যা দিয়ে বলেন, ‘অবশ্যই মেসি সর্বশ্রেষ্ঠ।  রোনালদো শুধুমাত্র একজন ফুটবলার। ’

মার্টিনেজের কাছে আরেকটি প্রশ্ন ছিল, মেসি-রোনালদোর জায়গা কেউ নিতে পারবেন? উত্তরে রোনালদোর কথা আড়াল করে মার্টিনেজ বলেন, ‘মেসির জায়গা কেউ নিতে পারবে না। কারণ মেসি অন্য গ্রহের। ’