মার্টিনেজকে বাজপাখি, নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এখন বাংলাদেশে। সোমবার (৩ জুলাই) ভোরে ঢাকায় পা রাখেন এই তারকা। তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও। কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের আমন্ত্রণে ভারতীয় উপমহাদেশ সফরে আসেন মার্টিনেজের। তার বাংলাদেশ সফরের স্পন্সর ফান্ডেড নেক্সট।

ঢাকায় নেমেই মার্টিনেজ সরাসরি চলে যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। সেখানে বিশ্রাম নিয়ে প্রগতি সরণিতে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সটের কার্যালয়ে যান। যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দিতে দেখা যায় মার্টিনেজকে।

এদিন মার্টিনেজের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা সময় কাটান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পলক। পরে তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। সেখানেই জানান, পৃষ্ঠপোষক কোম্পানির পক্ষ থেকে তাকে বেশকিছু উপহার সামগ্রী দেওয়ার কথা।

মার্টিনেজকে দেওয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে বাজপাখি।  উপহার পেয়ে দারুণ খুশি মার্টিনেজও। বাজপাখি নামটিও তার পছন্দ হয়েছে বলে জানান।

পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে। বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’ শুধু বাজপাখিই নয়, আর্জেন্টাইন তারকার হাতে তুলে দেওয়া হয়েছে দেশের ইতিহাস ও ঐতিহ্যের স্মারকও। বঙ্গবন্ধুর বই দেওয়া হয়েছে তাকে উপহার হিসেবে। দেওয়া হয়েছে নদীমাতৃক দেশের প্রতীক নৌকা। পাটের তৈরি একটি দেশীয় নৌকা দেওয়া হয় তাকে।

কাতার বিশ্বকাপে দারুণ পারফর্ম করে সারাবিশ্বের মতো বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের কাছেও হিরো তিনি। দারুণ ক্ষিপ্রতার জন্য তাকে আদর করে নাম দিয়েছে বাজপাখি। সেই ‘বাজপাখি’ মারটিনেজ এখন ঢাকায়। ১১ ঘণ্টার সফরে ঢাকায় অবস্থান করছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ।