মার্টিনেজকে একেবারেই কাছে পেলেন এক ভক্ত

প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য কত কিছুই না করেন ভক্ত-সমর্থকরা।  অনেক কাঠখড় পোড়ানোর পর প্রিয় তারকার মুখোমুখি হলে সে সময় কেমন অনুভূতি হয় সেটা এখন ভালোই বুঝতে পারছেন মেহেদী জামান সনেট।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক বাংলাদেশ সফরে আসছেন খবরটি নিশ্চিত হওয়ার পর থেকেই তাকে দেখতে বাংলাদেশি এই ভক্তের তর সইছিল না।  মার্টিনেজের এশিয়া ট্যুরের এজেন্ট স্পোর্টস প্রমোটর শতদ্রু দত্ত’র সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন পেশায় ব্যবসায়ী এই ভক্ত।  অবশ্য ভাগ্যের ফেরে ঠিকই মার্টিনেজের দেখা পেয়েছেন মেহেদী জামান সনেট।

বাংলাদেশ সময় সোমবার (৩ জুলাই) ভোরে ঢাকায় নেমে হোটেল ওয়েস্টিনে ওঠেন এ গোলকিপার।  বিষয়টি আগে থেকেই জানতেন সনেট।  আর তাই অভিজাত এই হোটেলটিতে রুম বুক করে রেখেছিলেন।  কিন্তু তিনি কি জানতেন যার দেখা পেতে এত মরিয়া চেষ্টা, পাশাপাশি রুমেই থাকবেন তারা?

হ্যাঁ, হোটেল ওয়েস্টিনে পাশাপাশি রুমেই থাকার সৌভাগ্য হয়েছে মার্টিনেজ ও সনেটের।  আর সে কারণেই প্রিয় তারকাকে কাছ থেকে দেখার এবং মুহুর্তটিকে ফ্রেমবন্দি করে রাখার সৌভাগ্য হয়েছে তার।