একের পর এক হওয়া মামলা ও অভিযোগের ‘ভারে’ সরতে বাধ্য হলো চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদারকে। তার বিরুদ্ধে হেফাজতে নির্যাতন, হুমকি, চাঁদাবাজি, জমি দখলে সহায়তাসহ হত্যাচেষ্টার অভিযোগ ছিল।
জানা গেছে, প্রধানমন্ত্রীর দফতরেও পৌঁছেছে ওসি নাজিম উদ্দিন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ।
রবিবার (২০ আগস্ট) সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বদলি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, খুলশী থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বরত সন্তোষ কুমার চাকমাকে পাঁচলাইশ থানায় বদলি করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদারকে খুলশী থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নাজিম উদ্দিন মজুমদারকে বদলি করে সিটিএসবিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া সিটিএসবি’র পুলিশ পরিদর্শক এআইএম তৌহিদুল করিমকে চকবাজার থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে পদায়ন করা হয়েছে। সিটিএসবির আরেক পুলিশ পরিদর্শক রফিক উল্লাহকে পরিদর্শক (প্রসিকিউশন) হিসেবে সিএমপিতে বদলি করা হয়েছে। সিএমপির পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) মো. আতিকুর রহমানকে ডিবি উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।
দেশবর্তমান/এআই