খাগড়াছড়ি মানিকছড়িতে মো. মনির হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জুন) রাতে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের আছাদতলীর রৌশনআলী পাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়। মানিকছড়ি থানা পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত মনির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের রৌশনআলী পাড়ার বাসিন্দা ছিদ্দিকুর রহমানের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী (মুদি দোকানদার)। মনির হোসেন স্ত্রীর সাথে অভিমান করে বিষপান করে জঙ্গলে গিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্র জানায়।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার আগে স্ত্রী ও ১২ বছর বয়সী পুত্র সন্তানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বিষের বোতল নিয়ে বেরিয়ে যায় মো. মনির হোসেন। পরে অনেক খোঁজা খুজির পর রাত সাড়ে ১০টার পর জঙ্গলে মরদেহ সন্ধান পায় স্বজনরা। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিসি/এমএফ