মাদক সম্রাট অ্যালেন শামীমের আস্তানায় র‌্যাবের হানা, গ্রেফতার তিন সহযোগি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক সম্রাট আজিজুল হক শামীম ওরপে অ্যালেন শামীমের (৩৫) আস্তানায় অভিযান চালিয়েছে র‍্যাব-৭। অভিযানে তিনটি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক, সিসিটিভি ক্যামরাসহ আস্তানা নিয়ন্ত্রণের বিভিন্ন ডিভাইস উদ্ধার হয়েছে।

তবে এ্যালেন শামীম পালিয়ে গেলেও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব। তারা হলেন- উপজেলার দক্ষিণ কোদালা এলাকার আবদুল হামিদের ছেলে ওমর ফারুক (২২), রাউজানের নোয়াপাড়া এলাকার ইউসুফ আলী চৌকিদার বাড়ির মোহাম্মদ মফিজের ছেলে মোহাম্মদ আরিফ (২২) এবং নোয়াখালী এলাকার মোহাম্মদ আলী প্রকাশ মুন্সির ছেলে মোহাম্মদ সাকিল (২১)।

পলাতক শামীম পৌরসভার উত্তর ঘাটচেক এলাকার মৃত ফয়েজ আহমেদের ছেলে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পারুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড, পশ্চিম কোকানিয়া ছিড়াটিলা গ্রামে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে সরেজমিনে পারুয়ার ইউনিয়নের গহীন জঙ্গলে গিয়ে দেখা যায়, র‍্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালাচ্ছে। অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে র‍্যাব পৌঁছার আগেই পাহাড়ি পথে পালিয়ে যায় শামীম।

একপর্যায়ে ছিড়াপাহাড় নামক একটি পাহাড় থেকে লোহার দুটি বক্সের ভেতর টিনের দুটি বড় বক্স পাওয়া যায়। বক্সের লকার ভাঙতেই ভেতরে পাওয়া যায় বিপুল পরিমাণ মাদক। যেখানে আনুমানিক ২০ কেজি গাজা, ৪০ বোতল ফেন্সিডিল, বিপুল ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন উপকরণ পাওয়া যায়।