মাথাগোঁজার ঠাই পেতে ১৩৬ ভূমিহীন পরিবারের মানববন্ধন 

পটুয়াখালীর কলাপাড়ায় ২ নং টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে বেড়িবাঁধের উপর রাস্তা নির্মাণে উচ্ছেদ হতে যাওয়া বাঁধের ঢালে কলোনীর ১৩৬ ভূমিহীন পরিবারেকে পুনর্বাসনের দাবীতে ২৭ নভেম্বর সোমবার  সকাল ১১টায় কলাপাড়া প্রেস ক্লাব চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ইব্রাহিম শিকারী, বাউল ফিরোজা বেগম, মোঃ ফোরকান হাওলাদার,  নুর হোসেন, ইব্রাহিম, জেসমিন, আলো বেগম, আনোয়ার মিরা, রাসেল।

চলমান জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের এবং বসবাসকারী ভূমিহীন পরিবারের জন্য কলাপাড়ায় নির্মানাধীন অন্যান্য বৃহৎ প্রকল্পের ক্ষতিগ্রস্ত ন্যায় পুনর্বাসনের দাবী জানান।

তারা বলেন, আমরা জমির মালিকরা আমাদের ঘর-বাড়ি জমি-জমা হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসতে চলেছি। তখন খোলা আকাশের নিচে অত্যন্ত মানবেতর জীবন-যাপন করা ছাড়া আমাদের কোন বিকল্প থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে স্থান দিয়ে বিশ্ব দরবারে দৃষ্টান্ত স্থাপন  করেছেন, সেখানে আমাদের প্রায় ১৩৬ পরিবার পথে বসতে যাচ্ছি।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই যাতে আমাদের পূর্নবাসনের ব্যবস্থা করেন।