মাতারবাড়িতে কয়লা নিয়ে ভিড়ল আরো একটি জাহাজ

মহেশখালী মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসলো আরো একটি জাহাজ। এ নিয়ে ছয়টি জাহাজ কয়লা নিয়ে মাতারবাড়িতে ভিড়লো। গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়া থেকে ৬৫ হাজার ২০ টন কয়লা নিয়ে এসেছে সাইপ্রাসের পতাকাবাহী ৬ষ্ঠ জাহাজ ‘এমভি এলএমজি অ্যাটলাস’। এ নিয়ে সাড়ে তিন লাখ টনের বেশি কয়লা এলো।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নিজস্ব পাইলট জাহাজটি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর সংলগ্ন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়ায়।

জাহাজটির লোকাল এজেন্ট জিপি শিপিং কর্তৃপক্ষ জানায়, জাহাজ থেকে কয়লা খালাসে সময় লাগবে কমপক্ষে চার দিন।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ৬৩ হাজার টন কয়লা নিয়ে পানামার পতাকাবাহী ‘অউসো মারো’ নামে প্রথম জাহাজটি মাতারবাড়ী জেটিতে ভিড়ে। এরপর মে মাসে তিনটি এবং জুনে একটি জাহাজ কয়লা নিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্র্র বন্দওে আসে।