টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে মৃত গফুর মিয়ার স্ত্রী আমেনা খাতুন (৫০) ও কিয়াস মিয়া (১৪) নামের এক ব্যক্তি আহত হন। মাটির নিচে থেকে এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বৃষ্টির পানিতে দেয়াল ভিজে নরম হয়ে ধসে পড়ে,এতে দুই জন গুরুতর আহত হয়েছে। পরে ৯৯৯ ফোন দিলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটস্থল পরিদর্শন করে এস আই আব্দুর রাজ্জাক জানান, দেয়ালের মাটি পড়ে দুই জন আহত হয়েছে,।আহতরা ময়মনসিংহ মেডিকেল ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। যদি পরিবারের কোন অভিযোগ থাকে তাহলে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।