এই সময়ে নাটকের জনপ্রিয় অভিনেত্রী জেবা জান্নাত। পাশাপাশি সরব সামাজিক যোগাযোগমাধ্যমেও। সম্প্রতি তাকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংগঠনটির এক বিবৃতিতে রাশেদা আক্তার লাজুককে অসহযোগিতা ও অসদাচরণের জন্য তাকে এ নিষেধাজ্ঞা দেয়া হয় বলে জানানো হয় যা মঙ্গলবার (২০ জুন) থেকে কার্যকর হয়েছে।
তবে ডিরেক্টরস গিল্ডের এমন সিদ্ধান্তে থেমে যাওয়ার পাত্রী নন জেবাও। কি কারণে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত, তা গণমাধ্যমের কাছে সরাসরি জানিয়ে দেন এই অভিনেত্রী। জেবা জান্নাত জানান, রাশেদা আক্তার লাজুকের স্বামী পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব গ্রহণ না করায় পেছনে লেগেছেন তারা।
তিনি বলেন, ‘দোদুল সাহেব আমাকে মাঝরাতে ফোন দিতেন। তিনি বলতেন, তার স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকেন না। নাটকের স্ক্রিপ্ট লেখার জন্যই আলাদা থাকেন। তাই আমাকে ফোন দেওয়ার সুযোগ পেয়েছেন…। ’
অভিনেত্রী যোগ করেন, ‘একপর্যায়ে তিনি আমাকে তার গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাব দেন। বলেন, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও তোমাকে সুপারস্টার বানিয়ে দেব। জেবা আরও জানান, আমার কাছে সবকিছুর প্রমাণ আছে। হোয়াটসঅ্যাপে তিনি আমাকে ফোন ও টেক্সট দিতেন। ’
উঠতি এই অভিনয়শিল্পী বলেন, ‘শুধু দোদুলই নয়, নাটকের অনেক পরিচালক আমাকে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে ডাকে। তারা আমার সঙ্গে টাইমপাস করতে চায়, নাটকের কাজ দিতে চায়। অনেক ডিরেক্টর আমাকে নানা ইঙ্গিত দিয়ে কথা বলে। এসব বিষয় নিয়ে আমি কখনোই কথা বলিনি। কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। ’
এসব প্রকাশ করায় ইন্ডাস্ট্রিতে তার কাজ কমে যেতে পারে জানিয়ে বলেন, আমি যদি নিষিদ্ধ হয়ে যাই, হোক। তাতে আমার কোনো কিছু যায় আসে না। মিডিয়াতেই কাজ করে খেতে হবে এমনটা নয়। আমি ফার্মেসিতে পড়াশোনা করছি, ফার্মাসিস্ট হবো। মিডিয়া ছাড়তে হলে ছেড়ে দেব। ’
তবে এতসব কিছুর মাঝেও বিভিন্ন গণমাধ্যমে তার সুন্দর ছবি প্রকাশ করায় সাংবাদিকদের ধন্যবাদ দিতে ভুলেননি জেবা। সামাজিকে যোগাযোগ মাধ্যমে এক ভিডিওবার্তায় জেবা বলেন, হ্যালো আমার নিউজ প্রেজেন্টারস। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। কারণ অনেক সুন্দর সুন্দর ছবি পোস্ট করেছেন আপনারা; যা আমি নিজেও জানতাম আমার ফেসবুকে ওয়ালে এত সুন্দর ছবি আছে। এখন মনে হয় আমার পরিবারের কাউকে আমার জন্য জামাই খুঁজতে হবে না, জামাই আমাকে খুঁজবে।
প্রসঙ্গত, ফেনীর প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টকশোতে প্রথমবার হাজির হয়েছিলেন জেবা জান্নাত। এরপর টিকটকে নিজের পরিচিতি ছড়ান। পরে সেখান থেকে নাটকে নাম লেখান। ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন জেবা।