মাগুরায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের জবাব দিতে আদালতে সাকিব আল হাসান

মাগুরায় নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানকে কারণ দর্শানো নোটিশ প্রদান করায় আজ দুপুর ৪ টায় জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও যুগ্ম জেলা দায়রা জজ সুব্রত শিকদারের কার্যালয়ে সাকিব আল হাসান স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানো নোটিশের ব্যাক্তিগত আইনজীবীর মাধ্যমে জবাব দিয়েছেন।

উল্লেখ্য, ২৯ শে ডিসেম্বর ঢাকা থেকে মাগুরায় আগমনের সময় প্রতিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়ি বহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন । তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন । ইহার দ্বারা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ঘ), ৮ (ক),১০ (ক) এবং ১২ ধারার বিধান লংঘন হয়েছে এমন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

উক্ত আইন ভঙ্গের কারণে ১ ডিসেম্বর দুপুর ৩ টায় জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও যুগ্ম জেলা দায়রা জজ সুব্রত শিকদারের কার্যালয়ে সাকিব আল হাসানকে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয় ।

অনুসন্ধান কমিটির প্রধান ও যুগ্ম জেলা দায়রা জজ সুব্রত শিকদারের কার্যালয়ে সাকিব বিকাল ৪ টায় ব্যক্তিগত দুই জনকে সাথে নিয়ে প্রবেশ করে।ছিলো না গাড়ি বহর এবং দলীয় কোন নেতাকর্মী।অনুসন্ধান কমিটির কার্যালয়ে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের জবাব দিয়ে বিকাল ৫ টায় বের হয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে সাহা পাড়ার নিজ বাড়িতে ফিরে যান।

সাংবাদিকদের প্রশ্নে সাকিব বলেন, “যাকে জবাব দেওয়ার তাকে জবাব দেওয়া হয়েছে।সব কিছুতে ক্যামেরাতে বলা সম্ভব না।দেখুন আমিতো গতকাল বললাম যে আমি প্রথমবার যেহেতু ইলেকশনে পার্টিসিপেট করছি।স্বাভাবিকভাবেই আমার কিছু ভূল-ত্রুটি হতেই পারে আমার অজান্তে।সেইগুলো সংশোধন করা আমার দায়িত্ব।যখন আমি সব নিয়ম-কানুন জানবো, পড়বো, বুঝবো তারপর যদি হয় সেটা আমার দোষ হতে পারে।এখন যেটা হয়েছে নিতান্তই অনাকাঙ্ক্ষিত একটা বিষয়।এই বিষয় যেন নেক্সট টাইম ভুল না হয় সে বিষয়ে আমি খেয়াল রাখবো”।

কারণ দর্শনো নোটিশের জবাব দেওয়ার বিষয়ে সাকিবের ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম বলেন, সাকিব আল হাসানকে স্থানীয় অনুসন্ধান কমিটি শোকজ করেছিলো। শোকজের জবাবে আমরা লিখিতভাবে জানিয়েছি,দেশের যে প্রচলিত আইন এবং নির্বাচন কমিশন যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেটা শতভাগ পালন করবো।আর ২৯ শে ডিসেম্বর মাগুরার উদ্দেশ্যে যখন সাকিব আল হাসান রওনা হন তখন তার যারা শুভাকাঙ্ক্ষি এবং সুভার্তি জনগণ স্বপ্রনোদিত হয়ে মাগুরার গড়াই সেতুতে সমবেত হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই।যেটা জেলা আওয়ামী লীগের কোন নির্ধারিত ছিলো না বা সাকিব আল হাসানও কাউকেই আহবান করেন নাই।যেহেতু দলীয় বা প্রার্থী কাউকেই আহবান করেন নাই সেহেতু নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হয় নাই।

তার পরেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ করার পর তিনি জবাবে উল্লেখ করেছেন যে, অদূর ভবিষ্যৎ নির্বাচন চলাকালীন সময়ের বিধি বিধান যথাযথ ভাবে পালন করবেন।এবং নির্বাচন চলাকালীন সময়ের আচরণবিধি যেন লঙ্ঘিত না হয় সে ব্যাপারে তিনি সতর্ক থাকবেন এমনটাই আমরা জবাব দিয়েছি। অনুসন্ধান কমিটির প্রধান আচরণ বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন এবং ভবিষ্যতে সতর্ক করেছেন আচরণ বিধি ভঙ্গ না করার।