শ্রীপুর (গাজীপুর) :
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে শামীম চক্ষু হাসপাতালে ব্যবসায়ীদের এ কমিটি ঘোষণা করা হয়। এতে ব্যবসায়ী বাদল মোল্লাকে সভাপতি এবং সাখাওয়াত হোসেন শামীমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, পৌর এলাকার সব ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে রেজুলেশনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে।
এটি একটি স্বচ্ছ সংগঠন। আপাতত সভাপতি-সম্পাদক নির্বাচিত কমিটিৃ গঠনের মাধ্যমে সংগঠনের গতি সঞ্চার করা হবে। তারা আরও বলেন, আমরা ব্যবসাবান্ধব মাওনা চৌরাস্তা চাই। সকলকে একসঙ্গে নিয়ে ব্যবসায়ীদের পাশে থেকে যেন চাঁদাবাজমুক্ত ব্যবসা পরিচালনা করতে পারি। নয়া এ কমিটি একটি স্বচ্ছ সংগঠন। আপাতত সভাপতি-সম্পাদক নির্বাচিত হয়েছে। শিগগিরই পুর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের গতি বৃদ্ধি করা হবে। তারা আরও বলেন, আমরা ব্যবসাবান্ধব মাওনা চৌরাস্তা চাই। সকলকে একসঙ্গে নিয়ে ব্যবসায়ীদের পাশে থেকে যেন চাঁদাবাজমুক্ত ব্যবসা পরিচালনা করতে পারি, আমরা সর্বাত্মকভাবে সে চেষ্টা করবো।