মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি পটিয়া চাপড়ী শাখার সভা
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি পটিয়া চাপড়ী শাখার উদ্যোগে হযরত আহমদ উল্লাহ মাইজভান্ডারি ( কঃ) ১১৭তম ওরশ মোবারক উপলক্ষে গরিব, অসহায়, চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ওষুধ প্রদান, ও এসএসসি, দাখিল, অনার্স পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা সভা নুর উদ্দিনের সভাপতিত্বে গত ২১ জানুয়ারি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহম্মদ। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, শেখ মোকসেদুর রহমান দুলাল, মো. আশরাফুজ্জামান মো. নাসির উদ্দিন।
উদ্বোধক ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোহাম্মদ আবু তৈয়ব। সংবর্ধিত অতিথি ছিলেন মাইজভান্ডারী হক কমিটি হাটহাজারী পৌরসভা শাখার সাধারণ সম্পাদক সাবেক পৌর কমিশনার আশেক রসুল রোকন, অতিথি ছিলেন শিল্পপতি মোস্তাফিজুর রহমান জসিম, সমাজসেবক মহিউদ্দিন রবি, তাজকিয়ান ফয়জুল ইসলাম, সংগঠনের কর্মকর্তা বোরহান উদ্দিন, জানে আলম, মাওলানা আয়ুব। চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার, মোহাম্মদ এমদাদুল হক, ডাক্তার শহিদুল আলম শহীদ, ডাক্তার সাজ্জাদ হোসেন, ডাক্তার মোহাম্মদ পাভেল, ডাক্তার তাহেরা বেগম। সভায় আলোচকরা মাইজভাণ্ডারী হক কমিটির দেশব্যাপী মানবতার কল্যাণে কার্যক্রম প্রশংসা করেন, সভাশেষে গরীব রোগিদের মাঝে ওষুদ প্রদান করা হয,এবং ৪৫০ জন নারি পুুরুষ চিকিৎসা সেবা গ্রহন করেন।