মহেশখালীতে বৈদ্যুতিক খুঁটির আগুনে পুড়ে ছাই ১৭ মোটরসাইকেল

কক্সবাজারের মহেশখালীতে বৈদ্যুতিক খুঁটির আগুন পাশে থাকা গ্যারেজে ছড়িয়ে পড়ে ১৭ মোটরসাইকেল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় গ্যারেজে থাকা অন্য মালামালও পুড়ে যায়।

ঘটনাটি ঘটেছে ১০ ডিসেম্বর দিবাগত রাত ৩টায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মধুয়ার ডেইল গ্রামে।

গ্যারেজ মালিক কাইছারের বাড়ি উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মো. ছাবের আহমেদের ছেলে।

মুহাম্মদ কাইছার বলেন, সারাদিন কাজ করে রাতে শোরুম বন্ধ করে বাড়িতে চলে যাই। রাতে পাশের লোকজন ফোন করে আগুন লাগার বিষয়টি জানান। দ্রুত বাড়ি থেকে এসে দেখি দুই কক্ষের গ্যারেজটি সম্পূর্ণই পুড়ে গেছে।

তিনি বলেন, আর.ওয়ান-৫, ইয়ামাহা, পালসার, ডিসকভার, টিভিএসসহ বিভিন্ন ব্রান্ডের ১৭টি মোটর সাইকেল গ্যারেজে ছিল। এতে আমার ২৫ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে।

দীর্ঘ সময়ে ঋণ ও ধারদেনা করে তিনি গ্যারেজ খুলেছিলেন জানিয়ে কাইছার আরও বলেন, ‘গ্যারেজের আয় দিয়ে সমিতির কিস্তি ও দেনার টাকা পরিশোধ করছিলাম। এখন আয়ের উৎসটিই পুড়ে গেল। এখন কিভাবে কিস্তি ও দেনা শোধ করব, আর মোটর সাইকেল মালিকদের কি জবাব দেব বুঝতে পারছি না।

মহেশখালীর ফায়ার সার্ভিস অফিসের টিম লিডার রাম প্রসাদ দাশ বলেন, গ্যারেজের সামনের বৈদ্যুতিক খুঁটিতে আগুন ধরে যায়। সেটিই গ্যারেজে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।