মরক্কোতে বাস দুর্ঘটনায় নিহত ২৪

মরক্কোর আজিলাল প্রদেশে মিনিবাস উল্টে ২৪ জনের প্রাণহানি হয়েছে। রোববার (৬ আগস্ট) প্রদেশের ডেমনেট শহরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজিলাল প্রদেশে বাস উল্টে রোববার ২৪ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মরক্কোর ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি একটি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমনেট শহরের এক সাপ্তাহিক বাজারে যাত্রীদের বহনকারী একটি মিনিবাস বাঁক নিতে গিয়ে উল্টে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মরক্কো এবং উত্তর আফ্রিকার অন্যান্য দেশের রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত ১১ মার্চে মরক্কোর গ্রামীণ শহর ব্রাচুয়ায় মিনিবাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তার মৃত্যু হয়।

দেশটির অধিকাংশ দরিদ্র নাগরিক গ্রামাঞ্চলে ভ্রমণের জন্য কোচ এবং মিনিবাস ব্যবহার করে থাকে।

গত বছরের আগস্টে মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাঙ্কার পূর্ব দিকে একটি বাঁক নিতে গিয়ে বাস উল্টে ২৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়।

ন্যাশনাল রোড সেফটি এজেন্সি অনুসারে, মরক্কোতে প্রতিবছর গড়ে ৩৫০০ সড়ক মৃত্যু এবং ১২ হাজার জন আহতের ঘটনা রেকর্ড করা হয়েছে। দেশটিতে প্রতিদিন গড়ে ১০ জন দুর্ঘটনায় মারা যায়। গত বছর এই সংখ্যা ছিল প্রায় ৩২০০।

২০১২ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে খারাপ বাস দুর্ঘটনায় ৪২ জন নিহত হয়। এরপর থেকে কর্তৃপক্ষ ২০২৬ সালের মধ্যে মৃত্যুর হার কমানোর বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে।

এমএইচএফ