রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামক লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (৩০ জুন) বেলা ১১টার দিকে লঞ্চটিতে আগুন লাগলে ফায়ার সার্ভিস ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বেলা ১১টার দিকে লঞ্চে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে পাঁচটি ইউনিট যায়। এরপর একে একে আরও ইউনিট যোগ দিয়ে মোট ১৩টি ইউনিট কাজ করে।
জানা গেছে, ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করা ময়ূর-৭ লঞ্চটির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এমএইচএফ