ময়মনসিংহের ফুলপুরে গাছ থেকে পড়ে থাকা পাকা খেজুর কুড়াতে যাওয়া তিন শিশুর লাশ ভাসছিল পুকুরের পানিতে। এ সময় ওই পুকুরের পাশ দিয়ে এক ব্যাক্তি হেটে যাওয়ার সময় তিন শিশুর লাশ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের নিয়ে এক এক করে শিশুদের লাশ উদ্ধার করেন।
মর্মান্তিক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে।
নিহত তিন শিশু হলো, ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সানিয়া (৮) ও ছেলে মেহেদী (৬) একই গ্রামের মন্নাছ আলীর মেয়ে নুসরাত (৮)।
স্থানীয় রূপসী ইউনিয়নের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী বলেন, ওই পুকুর পাড়ে একটি খেজুর গাছ রয়েছে। ওই খেজুর গাছ থেকে পড়ে থাকা পাকা খেজুর কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে অবুঝ এ তিন শিশুর মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, এক ব্যক্তি পুকুরের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়দের নিয়ে একে একে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ওই গ্রামজুড়ে শোক বিরাজ করছে।
ফুলপুর থানার কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।