সুবিধাবঞ্চিতদের সেহরি বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
বুধবার মধ্যরাতে ১৭তম রোজার সেহরিতে সমাজসেবক সাইফুল করিম চৌধুরীর উদ্যোগে মেয়রের উপস্থিতিতে নগরীর ও আর নিজাম রোডসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ জনের মাঝে সেহরি বিতরণ করা হয়।
এসময় মেয়র বলেন, সুবিধা বঞ্চিতদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থবান সকলেই সুবিধাবঞ্চিত ও অসহায়দের পাশে দাঁড়ালে দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি সম্ভব।
সমাজসেবক সাইফুল করিম চৌধুরী বলেন, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আর এই কাজে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জাগ্রত সেবা চট্টগ্রাম জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট মো. জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী হাসান তারেক চৌধুরী, মো.ইকবাল, মো. হোসেন টিটু প্রমুখ।