ভয়ংকর হয়ে উঠছে অনলাইন জুয়া, পাচার কোটি কোটি টাকা

অভিযানে গ্রেপ্তার বাংলাদেশি সিইও-সহ সাত জন

দিন দিন ভয়ংকর হয়ে উঠছে অনলাইন জুয়া। মোবাইল ফোনের মাধ্যমে এ জুয়ায় প্রতিদিন লেনদেন হচ্ছে কোটি কোটি টাকা, সেসব টাকা পাচারও হচ্ছে দেশের বাইরে। এরইমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে অনলাইন জুয়া সিন্ডিকেটের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, তবে মূল হোতারা এখনও রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে।

রোববার (৩ অক্টোবর) রাতেও অনলাইন জুয়ার প্লাটফর্ম তিন পাত্তি গোল্ড চক্রের মূল হোতা ও উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদসহ সাত জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর মহাখালী ও উত্তরায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনলাইন জুয়ার মাধ্যমে দেশের বাইরে টাকা পাঠানোর মূল হোতা উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার (৩১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

র‌্যাব কর্মকর্তারা জানান, বিনিয়োগের নামে এসব অনলাইনে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে হাতিয়ে ণেয়া হয় কোটি কোটি টাকা। তারপর সেসব টাকা পাচার করা হয় দেশের বাইরে।