জামালপুরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে হুনুফা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ মে) দুপুরে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের সকাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী বাট্টাজোড় পলাশতলা গ্রামের আব্দুল মুন্নাফের স্ত্রী।
স্থানীয়রা জানান, হুনুফা বেগম ভ্যান গাড়িতে চড়ে পার্শ্ববর্তী কর্ণঝোড়া এলাকায় তার এক আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মারাত্মক আহত হন। পরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার অফিসারকে তদন্ত করতে ঘটনাস্থলে পাঠিয়েছি। সে ফিরে এলে বিস্তারিত জানতে পারবো।