ভোট দিলেন চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম

‌মোহরার আ‌নোয়ারা বেগম স্কু‌লে কেট‌লি মার্কায় ভোট দি‌লেন চট্টগ্রাম-৮ আস‌নের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম। সকাল ৮টায় তি‌নি ভোট কে‌ন্দ্রে গে‌লে কে‌ন্ত্রের বাই‌রে কর্মী সমর্থকরা উৎসাহ উদ্দীপনা নি‌য়ে তাঁ‌কে অভ্যর্থনা জানান।

ভোট প্রদান শে‌ষে উপ‌স্থিত গণমাধ্যম কর্মী‌দের ব‌লেন, মানু‌ষের ম‌ধ্যে কেটলী মার্কার সমর্থ‌নে যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখে‌ছি জ‌য়ের ব্যাপারে আ‌মি শতভাগ আশাবাদী। সাংবা‌দিক ভাই‌দের কা‌ছে কৃতজ্ঞতা জানাই তারা এক‌টি উৎসাহপূর্ণ নির্বাচনের প‌রি‌বেশ সৃ‌ষ্টি‌তে অবদান রাখার জন্য। নির্বাচ‌নের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আপনা‌দের সহ‌যো‌গিতা অব্যাহত রাখার অনু‌রোধ রইল।

কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ তফ‌সিল ঘোষণার পর থে‌কে আমার সা‌থে যে সহ‌যো‌গিতা নি‌য়ে‌ থে‌কে‌ছে তার জন‌্য কৃতজ্ঞতা। তা‌দের সা‌থে আত্মার যে বন্ধন তা চিরকাল অব্যাহত থাকবে।