ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার বংশালে তিনজন পথচারী নিহত হয়েছেন। বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে ৫ তলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার ঘোষ। তিনি জানান, নিহতদের মরদেহ মিটফোর্ড হাসপাতালে রয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এ ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।