ভাষা সংগ্রামে নারীদের অগ্রণী ভূমিকা ছিল: হসিনা মহিউদ্দিন

মহান ভাষা আন্দোলনে নারীর উল্লেখযোগ্য অবদান থাকলেও ভাষা সৈনিকদের তালিকায় নারীর অবদান ইতিহাসের পাতায় সেভাবে উঠে আসেনি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম হাসিনা মহিউদ্দিন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অমর একুশে বইমেলা মঞ্চে নারী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, সভ্যতার গোড়াপত্তন ও তার ক্রমবিকাশে নারীর ভূমিকা পুরুষের চেয়ে কোন অংশে কম নয়।  ভাষা সংগ্রামে নারীদের অগ্রণী ভূমিকা ছিল কিন্তু অজ্ঞাত কারণে সে ভূমিকাও আজ মুছে গেছে।  নারী ভাষা সংগ্রামীদের নাম উচ্চারিতই হয় না বললেই চলে।  ভাষা সংগ্রামের ইতিহাস সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এখনই আমাদের উদ্যোগ নিতে হবে- না হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ পুরুষের পাশাপাশি নারীর ভূমিকাও অনস্বীকার্য।  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নারী বান্ধব সরকার। নারীদের উন্নয়নে তিনি অবিরাম কাজ করে যাচ্ছেন।  নারীর ক্ষমতায়ন ও উন্নয়নকে তরান্বিত করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

প্রধান বক্তা অধ্যক্ষ সোহানা শারমিন বলেন, যে সময়ে ভাষা আন্দোলন হয় সেই সময় নারীরা ছিল অন্দরমহলের বাসিন্দা।  তাদের পড়াশোনা করার সুযোগও তেমন ছিল না।  তবুও নারীরা পিছপা হননি।  তারা শুধু মিছিলে অংশগ্রহণ আর নির্যাতনের শিকার হয়েছে তাই নয়, ভাষা আন্দোলনে জড়িত থাকার জন্য অনেক নারীকে জেলও খাটতে হয়েছে।

চসিক প্যানেল মেয়র আফরোজা কালামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ সোহানা শারমিন তালুকদার। আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন চসিক সংরক্ষিত কাউন্সিলর নীলু নাগ, মহিলা আওয়ামীলীগের নেত্রী শারমিন ফারুক সুলতানা, মমতাজ খান, কবি শবনম ফেরদৌসী ও বিশিষ্ট লেখিকা রেহেনা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বই মেলা কমিটির আহবায়ক কাউন্সিলর ড নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।

আগামীকাল বইমেলা মঞ্চে রবীন্দ্র উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ.টি.এম পিয়ারুল ইসলাম। প্রধান বক্তা অধ্যক্ষ রীতা দত্ত ও আলোচক হিসেবে বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড.সুকান্ত ভট্টাচার্য।  সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিমুদ্দিন শ্যামল।