ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম-তাসকিন

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ইনজুরির কারণে রোহিত-কোহলিদের বিপক্ষে খেলা হচ্ছে না টাইগার দলপতির।এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ডানহাতি পেসার তাসকিন আহমেদ।

বিসিবি সবুজ দলের বিপক্ষে ৪০ ওভারের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করলেও হাঁটুতে চোট পেয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চোটের অবস্থা বুঝতে আজ বৃহষ্পতিবার তামিমের হাঁটুর স্ক্যান করা হয়। তামিমের চোটের ধরন দেখে তাকে ওয়ানডে সিরিজ থেকে সরিয়ে নেয়া হলো তাকে।

এর আগে পেসার তাসকিন আহমেদকে প্রথম ওয়ানডে থেকে বাদ দেয়া হয়। দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছেন তাসকিন। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তার দল বিসিবি উত্তরাঞ্চল ৫০ ওভারের ফরম্যাটের শিরোপা জিতলেও প্রথম রাউন্ডের পর আর মাঠে নামতে পারেননি তিনি।

জানা গেছে, পিঠের চোটের কারণে গতকাল ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন তাসকিন। ৪ তারিখ প্রথম ওয়ানডের আগে ব্যথামুক্ত হবেন না বলেই জানা গেছে। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না তাসকিন। এমনকি গোটা ওয়ানডে সিরিজে তাকে পাওয়া নিয়েও আছে শঙ্কা। এ জন্য বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে থাকা বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে কক্সবাজার থেকে ঢাকায় এনেছে বিসিবি।

৩ ডিসেম্বর থেকে মিলবে টিকিট
তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বৃহষ্পতিবার সন্ধ্যায় ঢাকায় এসেছে ভারত। সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে। তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে।

আগামী ৩ ডিসেম্বর থেকে পাওয়া যাবে প্রথম ম্যাচের টিকিট। সকাল ৯টায় শুরু হবে টিকেট বিক্রি। টিকেট থাকা সাপেক্ষে বিক্রি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তারপরও টিকেট রয়ে গেলে ম্যাচের দিনও পাওয়া যাবে বুথে। ২০০ টাকায় খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড থেকে।

সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকেটের মূল্য ৩০০ টাকা। ক্লাব হাউজের টিকেটের দাম ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১০০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট ১ হাজার ৫০০ টাকা।

করোনার ধকলের পর প্রথমবার পূর্ণ গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে বিসিবি। মিরপুরের টিকিট শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে। আগামী ৪ ডিসেম্বর দুপুর ১২টায় প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।