ভারতের বিদায়, ৩০ বছর পর আবার পাকিস্তান-ইংল্যান্ড

অ্যালেক্স হেলস-জস বাটলারের ওপেনিং অবিচ্ছিন্ন ১৭০ রানের ওপেনিং জুটিতে ভারতকে বিদায় করে ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। শুদু জয় নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়ায় যে কোনো উইকেটেই এটি সর্বোচ্চ জুুটির রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ১৫২, সেটিও এসেছিল ভারতের বিপক্ষেই, গত বিশ্বকাপে!

তবে, রেকর্ড গড়ার উদ্দেশ্য নয়, ভারতকে কোনোরকম সুযোগই দিতে চায়নি দুই ইংলিশ ওপেনার। ১৬৯ রানের লক্ষে খেলতে নেমে ৪ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড। রোববার পাকিস্তানের মোকাবেলা করবে তারা।

দ্বিতীয় সেমিফাইনালের শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে ভারত। হার্দিক পান্ডিয়ার ৩৩ বলে ঝড়ো ৬৩ রানের ইনিংসের সাথে কেবল ভিরাট কোহলির ৪০ বলে ৫০ রানই ছিল বলার মতো। এছাড়া ২৭ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। এদিন জ্বলে উঠতে পারেন নি টুর্নামেন্ট জুড়ে ফর্মে থাকা সূর্য কুমাার যাদব। ১০ বলে ১৪ রান করে আউট হন তিনি। ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্দান ৩ উইকেট নেন।

ব্যাট করতে নেমে কোনো ধরণের শঙ্কা জাগারই সুযোগ দেননি দুই ব্যাটসম্যান। ১৬তম ওভারের শেষ বলে মোহাম্মদ শামিকে টেনে লং অনের ওপর দিয়ে ছয় মেরে যখন উল্লাসে মাতলেন বাটলার, ভারতের ১৬৯ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়ে যায় ১০ উইকেট ও ২৪ বল বাকি থাকতেই! হেলস ৮৬ ও বাটলার ৮০ রানে অপরাজিত থেকে লড়াইটিকে বানিয়ে ফেললেন চরম একপেশে।

মেলবোর্নে আগামী ১৩ নভেম্বর ফাইনালে পাকিস্তানের সঙ্গী ইংল্যান্ড। ২০১৬ সালের পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। ৩০ বছর আগে এমসিজিতে ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও পাকিস্তান, এবারও হচ্ছে সেটিই।