ভারতের জন্যও একই পরিকল্পনা সাকিবের

টি-টোয়েন্টি বিশ্বকাপে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, তবে তার আগে বৃষ্টির শঙ্কা কপালে ভাঁজ ফেলছে দুই দেশের ক্রীড়াপ্রেমির মনে। ইতিমধ্যে ৩ ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে ভারত, কালকের ম্যাচে বাংলাদেশকে হারালে সবার আগে সেমিফাইনাল নিশ্চিতও করে ফেলবে রোহিত শর্মার দল।

তবে বাংলাদেশের সামনেও আছে সেমিফাইনাল খেলতে পারার হাতছানি। তার জন্য জিততে হবে কাল ভারতের বিপক্ষে। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, নিজেদের ইতিহাসে এবার সেরা পারফরম্যান্স উপহার দিতে চান তারা। ভারত ও পাকিস্তানকে হারিয়ে এখন সেমিফাইনালে খেলার পথও খোলা বাংলাদেশের সামনে। তবে কাজটাকে কঠিনই মনে করেন সাকিব।

যদিও বুধবার (২ নভেম্বর) দুপুরে অ্যাডিলেডে হতে যাওয়া ম্যাচে ভারতকেই ফেভারিট মানছেন সাকিব আল হাসান। তিনি মনে করছেন, ভারতকে হারালে সেটা অঘটন হবে। তবে একই সঙ্গে তার প্রত্যাশা, সেই অঘটন ঘটানোর।

মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমার মনে হয় স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ থাকবে। কারণ ভারত যেখানেই খেলতে যায় সেখানেই সমর্থন পায়। দারুণ একটা ম্যাচ হতে চলেছে।’

‘এই ম্যাচে ভারতই ফেভারিট। কারণ তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা বিশ্বকাপ জেতার জন্য আসিনি। আপনাকে পরিস্থিতি বুঝতে হবে। যদি আমরা ভারতের বিরুদ্ধে জিতে যাই তাহলে সেটাই হবে অঘটন। সর্বোচ্চ চেষ্টা করব ভারতের বিরুদ্ধে অঘটন ঘটানোর।’

এক প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘আমি বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে যেটা বলেছি, প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা একই মানসিকতা নিয়ে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে, আমরা তা নিয়ে চিন্তা করতে চাই না। আমরা ওই মুহূর্তটা শুধু উপভোগ করতে চাই। তাই আমাদের একই (ভারত ম্যাচেও) পরিকল্পনাই থাকবে।’