ভারতের কাছে হারল বাংলাদেশ

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।  এই হারে তিন ম্যাচের সিরিজে (১-০)-তে এগিয়ে গেল সফরকারীরা।

রোববার (৯ জুলাই) মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ।  জয়ের লক্ষ্যে খেলতে নেমে নেমে ৩ উইকেট হারিয়ে ২২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

১১৫ রানের লক্ষ্য তাড়ায় করতে নেমে শুরুতেই ভারতীয় দল শেফালিকে  হারায়।  এরপর জেমিমাকেও দ্রুত ফিরে গেলে কিছুটা টাপে পড়ে যায় সফরকারিরা।  কিন্তু সেই চাপ শক্ত হাতে সামাল দিয়েছেন অধিনায়ক স্মৃতি মান্দানা ও হারমানপ্রিত কর।  এই দুই অভিজ্ঞ ব্যাটার মিলে তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন।

অধিনায়ক ৩৮ রান করে সাজঘরে ফিরলেও দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন হারমানপ্রীত।  এই অভিজ্ঞ ব্যাটার অপরাজিত ছিলেন ৫৪ রান করে।  শেষ পর্যন্ত ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতের মেয়েরা।  বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নেন সুলতানা খাতুন ও একটি উইকেট নেন মারুফা আক্তার।

এর আগে শুরুতে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় ভারত।  শুরুতেই দলীয় ২৭ রানের মাথায় অভিষিক্ত মিন্নু মনি’র বলে ক্যাচ দিয়ে প্যাভিলয়নে  ফেরেন টাইগ্রেসদের উইকেট-কিপার ব্যাটার শামিমা সুলতানা।  তিনি ১৩ বলে ১৭ রান করেন।

এরপর বাংলাদেশের হাল ধরেন সাথী রাণী ও সোবহানা মোস্তারী।  দুই জনে মিলে ২৫ রানের জুটি গড়েন।  দলীয় ৫২ রানের ঘরে পূজার বলে ক্যাচ আউট হয়ে ফিরেন ২৬ বলে ২২ রান করা ব্যাটার সাথী রানী। অধিনায়ক নিগার সুলতান জ্যোতিও  দুই অংকের সংখ্যা পার করতে পারেননি।  দলীয় ৫৭ রানের মাথায় রান আউট হয়ে ফিরেন তিনি।

এরপর মোস্তারী ও স্বর্ণা আক্তার দলেকে টেনে নেয়ার চেষ্টা করেন।  দুই জন মিলে করেন ২১ রানের জুটি।  কিন্তু এ জুটিও বেশিদূর যেতে পারেনি।  ১৫তম ওভারের শেষ বলে দলীয় ৭৮ রানে শেফালি ভার্মার বলে ক্যাচ আউট হয়ে ফিরেন মোস্তারী।  তিনি করেন ৩৩ বলে ২৩ রান।  তখন স্কোরলাইন দাঁড়ায় ৭৮/৪।

মোস্তারী ফিরে গেলে মাঠে নামেন রিতু মনি।  তার সঙ্গী হন উইকেটে থাকা স্বর্ণা।  এ দু’জন ব্যাটার মিলে গড়েন ৩৩ রানের জুটি।  ১৯ তম ওভারের পঞ্চম বলে দলীয় ১১১ রানের ঘরে রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন রিতু মনি।  তিনি করে ১৩ বলে ১১ রান।

বাকি সময়ে উইকেটের অন্যপাশে অপরাজিত থাকেন স্বর্ণা।  ওভারে শেষ বলে ৩ রান নিলে বাংলাদেশের স্কোরলাইন দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ১১৪ রান। স্বর্ণা করেন ২৮ বলে ২৮ রান।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় নারী দলের অধিনায়ক হারমনপ্রীত কৌর।  স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিতে ভারতের জার্সিতে দুইজনের অভিষেক হয়েছে।  এর মধ্যে একজন মিন্নু মনি, অন্যজন বরেদ্রী অনুশা।