ভাবাচ্ছে বৃষ্টি, হিরো খুঁজছেন সাকিব

সিডনিতে আগামীকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে জিতলে বাংলাদেশের সেমিফাইনাল যাত্রা অনেকটা সহজ হয়ে যাবে। তবে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা যতটা ভাবাচ্ছে, তার চেয়ে বেশি ভাবাচ্ছে বৃষ্টির শঙ্কা।

বুধবার বৃষ্টির কারণে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচেজর একটি বলও মাঠে গড়ায়নি। ভাগাভাগি করতে হয়েছে পয়েন্ট। এর আগের ম্যাচটির ফলও নির্ধারণ হয়েছে বৃষ্টি আইনে, যেখানে ইংল্যান্ডকে হারতে হয়েছে আয়ারল্যান্ডের কাছে।

তবে, সব শঙ্কা উড়িয়ে দিয়ে বাংলাদেশ দলনায়ক সাকিব জয়ের প্রত্যাশায় করছেন। তিনি বলেন, জয়ের মোমেন্টাম ধরে রেখে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব বলেন, আমাদের যে ১১ জন খেলবে তাদের থেকে কারও হিরো হওয়ার আরেকটা সুযোগ কাল। ঐ হিরো কে হবে? তাসকিন-শান্তদের মধ্যেই আছে হিরো হওয়ার সম্ভাবনা।

গত ম্যাচে ৪ উইকেট শিকার করে জয়ে যেমন অবদান রেখেছিলেন তাসকিন আহমেদ, এবার সাকিব চান এমনই এক পারফর্মার। হোন তিনি তাসকিন বা অন্য যে কেউ। সাকিব বলেন, ‘টি-টোয়েন্টিতে মোমেন্টাম খুব ইম্পরট্যান্ট। তাই মোমেন্টাম পাওয়া এবং সেটা ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ।

ওয়ানডে-টেস্টে পারফর্মারের সংখ্যা বেশি থাকে। টি-টোয়েন্টিতে এত বেশি থাকার সুযোগ নেই। কম পারফর্মার থাকবে কিন্তু ওদের পারফরম্যান্সটা একটু বড় হতে হয়।

সাকিব বলেন, আমি যেটা বললাম, ওপেনারদের ২০ ওভার ব্যাটিং করার সুযোগ আছে। কেন তারা সেটা করতে পারবে না? আমি বিশ্বাস করি তারা পারবে। বোলাররা আগেরদিন যেমন বল করেছে, কেন আমরা আবার ১০ উইকেট নিতে পারবো না?

তবে শুধু হিরোর আশাতেই বসে থাকতে চান না সাকিব। দলগতভাবে ধারাবাহিক ভালো করার দিকেই বেশি মনোযোগ বাংলাদেশ অধিনায়কের। সাকিব বলেন, ‘চমকে দেয়ার মতো কিছু হলে সেটা তো চমকই হলো। কিছু কিছু ব্যতিক্রম থাকে যেটা উদাহরণ হতে পারে না।

উদাহরণ হলো যখন দলগতভাবে পারফর্ম করছে, কেউ না কেউ প্রতিদিন পারফর্ম করছে। দলের কেউ হয়তো ধারাবাহিকভাবে ভালো খেলছে। সেই দলগুলোই হয়তো দীর্ঘমেয়াদে ভালো খেলে। আমরা ওরকমই পারফরম্যান্স চাই।