বড় ধরনের ছাঁটাইয়ের পথে এবার অ্যামাজন

সাম্প্রতিক সময়ে বড় প্রতিষ্ঠানগুলো নতুন নিয়োগ বন্ধ রেখেছে।  পাশাপাশি হাঁটছে বড় ধরনের ছাঁটাইয়ের পথে।  এ তালিকায় সর্বশেষ যুক্ত নাম অ্যামাজন।  টুইটার ও মেটার পর এবার মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যামাজনও বড় ধরনের ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে।

গত কয়েক প্রান্তিক লাভজনক না হওয়ায় ১০ হাজার কর্মী ছাঁটাই ও খরচ কমানোর পরিকল্পনা করেছে অ্যামাজন।  চলতি সপ্তাহ থেকেই শুরু হতে পারে ছাঁটাই প্রক্রিয়া।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এটি হতে যাচ্ছে অ্যামাজনের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই।  যা মোট কর্মীসংখ্যার এক শতাংশ।  বর্তমানে সারাবিশ্বে তাদের ১৬ লাখ কর্মী রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, অ্যামাজনে ছাঁটাইয়ের শিকার হতে পারে খুচরা বিক্রয় বিভাগ ও মানবসম্পদসহ আলেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো ডিভাইস নির্ভর বিভাগগুলো।

তবে অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি বিক্রি বৃদ্ধির ধীরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ব্যবসায়িক মডেলে পরিবর্তন এবং অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে বিশ্বের প্রযুক্তি শিল্পখাতে ছাঁটাইয়ের প্রবণতা দেখা যাচ্ছে।  সম্প্রতি মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেওয়ার পর প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা অর্ধেকে নামিয়ে এনেছেন।

গত সপ্তাহে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা ১১ হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।