ব্লাইন্ড ক্রিকেটারদের চট্টগ্রাম পর্বের প্রস্তুতি সম্পন্ন

ইংল্যান্ডের বার্মিংহামে ১৮ থেকে ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড গেমস।  আন্তর্জাতিক ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশন (ইবসা)-এর উক্ত বিশ্ব প্যারা অলিম্পিক আসরে বাংলাদেশ

জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলসহ বিশ্বের প্রায় ১২৫০ এ্যাথলেট অংশগ্রহন করবেন।  গেমসের ক্রিকেট ইভেন্টে বাংলাদেশসহ অংশ নেবে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।  ১৭ সদস্যের বাংলাদেশ দল এরই মধ্যে চূড়ান্ত হয়েছে।  সম্পন্ন হয়েছে ভিসা পক্রিয়াও।  দলটি ১৬ আগস্ট বার্মিহামের উদ্দেশ্যে যাত্রা করবে।

তার আগে নিবিড় অনুশীলনে রয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল।  সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৭ জুলাই শুরু হয়েছিল বিশেষ ক্যাম্প।  ক্যাম্পে ১৭ জন ক্রিকেটার অংশ নেন।  প্রশিক্ষক হিসাবে ছিলেন আয়ারল্যান্ড ডিজএ্যাবল ক্রিকেট দলের সাবেক কোচ বাংলাদেশের মাহবুদুল হক রনি।

এই ধাপের অনুশীলন বৃহস্পতিবার (২৭ জুলাই) শেষ হয়েছে।  ক্যাম্পে উপস্থিত থেকে সাগরিকা ধাপের অনুশীলন সমাপ্ত ঘোষণা করেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়ন সহ-সভাপতি ও সিজেকেএস সহ- সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী।  ক্যাম্পে অনুশীলন কার্যক্রম ও ক্রিকেটারদের অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এদিকে ক’দিন বিশ্রাম শেষে পুরো দল শেষ ধাপের অনুশীলনে নামবে ১ আগস্ট থেকে, ঢাকা বিকেএসপিতে।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলটির ইংল্যান্ডে যাওয়ার বিমানভাড়া থেকে শুরু করে সার্বিক বিষয়ে সহযোগিতা করছে বিসিবি ও বিসিবি’র ডিজএ্যাবল উইং। সহযোগিতায় আছেন বিসিবি পরিচালক ও ব্লাইন্ড ক্রিকেটের প্রধান পৃষ্ঠপোষক সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।