প্রতিশ্রুতি পূরণ করতে না পেরে পদত্যাগ করেছেন ব্রিটেনের তৃতীয় নারী প্রধানমন্ত্রী লিজ ট্রাস। সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে হারিয়ে লিজ প্রধানমন্ত্রী হয়েছিলেন। লিজের পদত্যাগের পর দেশটির হাল কে ধরছেন-এ নিয়ে চলছে তুমুল জল্পনা-কল্পনা।ইতোমধ্যে লিজের উত্তরসূরি হওয়ার লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন হাউজ অব কমন্সের নেতা পেনি মর্ডান্ট। সম্ভাবনাময় প্রার্থীদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেন মর্ডান্ট।
তবে বিবিসি বলছে, লিজের উত্তরসূরি হওয়ার সম্ভাবনাময় প্রার্থীদের তালিকায় এগিয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ট্রাসের পদে আসতে এখন সম্ভাব্য প্রার্থীরা প্রয়োজনীয় ১০০ কনজারভেটিভ আইনপ্রণেতার সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।
ঋষির সমর্থকরা বলছেন, ঋষির প্রতি প্রয়োজনীয় সংখ্যক সংসদ সদস্যের সমর্থন আছে। বিবিসি জানিয়েছে, ঋষির প্রতি ৯৩ সংসদ সদস্যের সমর্থন আছে বলে তারা নিশ্চিত হতে পেরেছে। তবে ঋষি এখনও প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নামার ঘোষণা দেননি।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বরিস পেয়েছেন ৪৪ এমপির সমর্থন এবং পেনি মর্ডান্ট পেয়েছেন ২১ জনের। কিন্তু তাদেরই লিজের উত্তরসূরি হওয়ার সম্ভাবনা বেশি বলে আভাস পাওয়া যাচ্ছে।
অন্যদিকে ওপিনিয়াম তাদের সর্বশেষ জরিপের ফলাফল প্রকাশ করেছে। সেখানে ৪৪ শতাংশ প্রাপ্তবয়স্ক সুনাকের পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন, বিপরীতে বরিসের পক্ষে গেছে ৩১ শতাংশ। তাই আপাতদৃষ্টিতে এখন পর্যন্ত ব্রিটেনের হাল ধরতে সুনাকই এগিয়ে আছেন।
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা জানা যাবে আগামী শুক্রবার।