ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটো সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশার সাথে ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে।

বুধবার সকালে উপজেলার বুধন্তি ইউনিয়নের বুধন্তি বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুরের জলভাঙ্গা গ্রামে। আহত খালেক মিয়া ও নাসির মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এক নাম্বার বিহীন সিএনজি চালিত অটো রিকশা যাত্রী নিয়ে হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথিমধ্যে বুধন্তীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি ছিটকে সড়কে পাশে নালায় পড়ে। এ ঘটনা স্থলেই দুই ব্যক্তি নিহত হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘাতক ট্রাক ও সিএনজিটি পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে।

এমএইচএফ