ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের ৪ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর পৌর এলাকার বিজয়পাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বিজয়পাড়ার বাসিন্দা সোহাগ মিয়া (৩৩), তার স্ত্রী জান্নাত আক্তার (২৫), তাদের দুই মেয়ে ফারিয়া আক্তার (৪) ও ফাহিমা আক্তার (২)।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একই পরিবারের ৪ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিক তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।