ব্রাজিলের জয় পেলেকে উৎসর্গ

দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।  এরপর নিজেরা একে অপরের সঙ্গে করেছেন হ্যান্ডশেক।

আনন্দে উল্লাসে তখনও মেতে ওঠেননি ব্রাজিলের ফুটবলাররা।  এরইমধ্যে দেখা গেল নেইমার এবং ব্রাজিলের আরেক ফুটবলার একটি ব্যানার নিয়ে আসছেন মাঠের মধ্যখানে।  ক্যামেরার দিকে মুখ করে সেই ব্যানার মেলে ধরলেন নেইমাররা।  ব্যানারটির একপ্রান্তে ১৯৭০ এর বিশ্বকাপে গোল করার পর পেলের সেই বিখ্যাত উদযাপনের ছবি।  অন্যপ্রান্তে বড় করে লেখা পেলে।

এরপর ব্যানারের পেছনে একে একে ব্রাজিলের সব ফুটবলার এসে দাঁড়ালেন।  ব্যানার প্রদর্শন করে নেইমাররা বুঝিয়ে দিতে চাইলেন, কাতার বিশ্বকাপ খেলতে এসে হাজার হাজার মাইল দুরে থেকেও তারা তাদের জাতীয় বীর, কিংবদন্তি ফুটবলার পেলেকে ভুলে যাননি।  বরং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাওয়া জয়টিকে তারা উৎসর্গ করেছেন পেলের উদ্দেশ্যে।  তার দ্রুত সুস্থতা কামনা করেন তারা।  এর আগে ব্রাজিলিয়ান দর্শকরা পেলের সুস্থতা কামনায় বিরাট এক জার্সিতে পেলের ছবি এঁকে তার নিচে লিখেছিল ‘গেট ওয়েল সুন’।

ক্যান্সারে আক্রান্ত ৮২ বছর বয়সী কিংবদন্তি ফুটবলার পেলে এখন ব্রাজিলের সাও পালোস্থ আলবার্ট আইনস্টাইন হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।  দুইদিন আগে তো হঠাৎ চিকিৎসায় সাড়া দিচ্ছেন না দেখে দ্রুত তাকে প্যালিয়াটিভ কেয়ারে নেয়া হয়, যেখান থেকে খুব কম সংখ্যক রোগীই ফিরে আসেন।

বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে।  ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের শিরোপা জিতেন ফুটবলের কালা মানিক।