একজন ফুটবলারের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। এবারের ব্যালন ডি’অর নিজের প্রাপ্য বলে মন্তব্য করেছেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।
গত দেড় যুগ ধরে ব্যালন ডি’অর পুরস্কারটি নিজেদের করে রেখেছিলেন লিওনেল মেসি (৭বার) ও ক্রিস্টিয়ানো রোনালদো (৬বার)। মাঝে লুকা মদরিচ আর করিম বেনজেমা ছাড়া আর কেউই সেখানে ঢুকতে পারেননি।
২০২৩ সালের মাঝামাঝি সময়ে দেয়া হবে ৬৭তম ব্যালন ডি’অর ট্রফি। সোমবার (১৯ জুন) রাতে ইউরো বাছাইপর্বের ম্যাচে গ্রিসের বিপক্ষে জয় পেয়েছে ফ্রান্স। একমাত্র গোলটি করেন অধিনায়ক এমবাপ্পে। যার মাধ্যমে তিনি এক সিজনে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন।
ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে চলতি মৌসুমে ৫৪টি গোল করেছেন। এর মাধ্যমে এমবাপ্পে দেশটির সাবেক তারকা জাস্ট ফন্টেইনকে পেছনে ফেলেছেন। ম্যাচ শেষে এমবাপ্পে নিজেকে ব্যালন ডি’অরের প্রধান দাবিদার উল্লেখ করে বলেন, আমি এখন বলতে পারি, হ্যাঁ অবশ্যই আশাবাদী। কিন্তু এখানে ভোট দেয়ার বিষয় আছে। তবে আমি আশাবাদী।
এমবাপ্পে আরো বলেন, মানুষকে ফুটবল নৈপুণ্য নিয়ে বিনোদিত করা এবং স্কোরিংয়ের মতো বিষয়গুলা আমি অর্জন করেছি। আমার মতে ব্যালন ডি’অরের জন্য সব শর্তই পূরণ করেছি আমি। তাই আমি এ ব্যাপারে বেশ ইতিবাচক। আশা করি মানুষের ভোটও আমার দিকেই আসবে।